Sunday, December 14, 2014

প্লাস্টারিং কাজে সতর্কতা

প্লাস্টারিং কাজে সতর্কতা
  • প্লাস্টারের পুরুত্ব ১.৫ ইঞ্চি এর বেশি হওয়া উচি নয়।
  • সিলিং এ প্লাস্টারের পুর্বে ভালভাবে চিপিং করতে হবে।
  • ইটের দেয়ালে প্লাস্টারের পুর্বে আলগা ময়লা তুলে ফেলতে হবে।
  • প্লাস্টারের পুর্বে দেয়াল ভালভাবে ভিজিয়ে নিতে হবে,যাতে প্লাস্টার থেকে পানি শোষন করতে না পারে।

গাঁথুনির কাজে সতর্কতা


গাঁথুনির কাজে সতর্কতা 

  • ইটের মার্কা (Frog Mark) উপরের দিকে থাকবে।
  • একবারে ৪.৫০ ফুটের বেশি গাঁথুনি করা উচিৎ না।
  • গাঁথুনির পুর্বে ইটগুলো ভালভাবে ভিজিয়ে নিতে হবে,যাতে মশলার পানি শোষন না করে।
  • ইটের জোড়ায় ভালভাবে মশলা দ্বারা পরিপূর্ন করে দিতে হবে।


 

সিমেন্টের মাঠ পরীক্ষা (Field tests for cement)



সিমেন্টের মাঠ পরীক্ষা (Field tests for cement):
  • এটি অবশ্যই প্যাকেট করা থাকবে এবং ধুসর বর্ণের হবে।
  • সামান্য পরিমান সিমেন্ট দুই আঙ্গুলের মাঝখানে রেখে হালকা ঘষা দিলে মসৃণ অনুভুত হবে।
  • সিমেন্টের ব্যাগে হাত ঢুকালে ঠান্ডা অনুভুত হবে।
  • এক বালতি পানিতে সামান্য পরিমাণ সিমেন্ট ছেড়ে দিলে তা ডুবে যাবে।
  • সিমেন্ট জমাটবদ্ধ অবস্থায় থাকবে না।
  • সিমেন্টের মধ্যে কোন প্রকার অপদ্রব্য,ধূলিকণা বা পাথর ভাঙা থাকলে তা গ্রহনযোগ্য হবে না। 

Saturday, October 25, 2014

About Civil Engineering



পুরকৌশল হল পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি অন্যতম শাখা । যেখানে নকশা,প্রাক্কালন,নির্মাণ কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।যার মধ্যে ভবন,রাস্তা,পরিখা,সেতু,বাধ ইত্যাদি উল্লেখযোগ্য।

পুরকৌশল পেশার ইতিহাস :
মানব সভ্যতার শুরু থেকে প্রকৌশলজীবন যেন একই সুত্রে বাঁধা । ধারণা করা হয় , খ্রিষ্টপূর্ব ৪০০০ এবং ২০০০ সালে প্রচীন মিশরীয় সভ্যতামেসোপটেমিয়ার সভ্যতা থেকে পুরকৌশলের যাত্রা শুরু যখন থেকে মানুষ তাদের বসবাসের জন্য আবাস নির্মানের প্রয়োজনীয়তা অনুভব করে , সেই সময়ে চাকা এবং পাল আবিস্কার হবার ফলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব দারুনভাবে বৃদ্ধি পায়