- প্লাস্টারের পুরুত্ব ১.৫ ইঞ্চি এর বেশি হওয়া উচিৎ নয়।
- সিলিং এ প্লাস্টারের পুর্বে ভালভাবে চিপিং করতে হবে।
- ইটের দেয়ালে প্লাস্টারের পুর্বে আলগা ময়লা তুলে ফেলতে হবে।
- প্লাস্টারের পুর্বে দেয়াল ভালভাবে ভিজিয়ে নিতে হবে,যাতে প্লাস্টার থেকে পানি শোষন করতে না পারে।
Active site for AMIE Bangldesh
ReplyDelete