সিমেন্টের মাঠ পরীক্ষা (Field tests
for cement):
- এটি অবশ্যই প্যাকেট করা থাকবে এবং ধুসর বর্ণের হবে।
- সামান্য পরিমান সিমেন্ট দুই আঙ্গুলের মাঝখানে রেখে হালকা ঘষা দিলে মসৃণ অনুভুত হবে।
- সিমেন্টের ব্যাগে হাত ঢুকালে ঠান্ডা অনুভুত হবে।
- এক বালতি পানিতে সামান্য পরিমাণ সিমেন্ট ছেড়ে দিলে তা ডুবে যাবে।
- সিমেন্ট জমাটবদ্ধ অবস্থায় থাকবে না।
- সিমেন্টের মধ্যে কোন প্রকার অপদ্রব্য,ধূলিকণা বা পাথর ভাঙা থাকলে তা গ্রহনযোগ্য হবে না।
Active site for AMIE Bangldesh
ReplyDelete