Saturday, October 25, 2014

About Civil Engineering



পুরকৌশল হল পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি অন্যতম শাখা । যেখানে নকশা,প্রাক্কালন,নির্মাণ কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।যার মধ্যে ভবন,রাস্তা,পরিখা,সেতু,বাধ ইত্যাদি উল্লেখযোগ্য।

পুরকৌশল পেশার ইতিহাস :
মানব সভ্যতার শুরু থেকে প্রকৌশলজীবন যেন একই সুত্রে বাঁধা । ধারণা করা হয় , খ্রিষ্টপূর্ব ৪০০০ এবং ২০০০ সালে প্রচীন মিশরীয় সভ্যতামেসোপটেমিয়ার সভ্যতা থেকে পুরকৌশলের যাত্রা শুরু যখন থেকে মানুষ তাদের বসবাসের জন্য আবাস নির্মানের প্রয়োজনীয়তা অনুভব করে , সেই সময়ে চাকা এবং পাল আবিস্কার হবার ফলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব দারুনভাবে বৃদ্ধি পায়

1 comment: