Sunday, December 14, 2014

গাঁথুনির কাজে সতর্কতা


গাঁথুনির কাজে সতর্কতা 

  • ইটের মার্কা (Frog Mark) উপরের দিকে থাকবে।
  • একবারে ৪.৫০ ফুটের বেশি গাঁথুনি করা উচিৎ না।
  • গাঁথুনির পুর্বে ইটগুলো ভালভাবে ভিজিয়ে নিতে হবে,যাতে মশলার পানি শোষন না করে।
  • ইটের জোড়ায় ভালভাবে মশলা দ্বারা পরিপূর্ন করে দিতে হবে।


 

1 comment: